শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থীর দাফন সম্পন্ন

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের জানাজা লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শমেসপুর গ্রামে তার নানার বাড়িতে প্রথম জানাজা এবং সকাল দশটায় পৌর শহরের কাজিরখিল তার দাদার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। নিহত নাইম হাসানের জানাজায় স্থানীয় রাজনৈতিক, পেশাজীবী, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। নাঈম হাসানের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা ঘাতক চালকের সর্বোচ্চ শান্তি দাবি করেছেন। উল্লেখ্য, গত বুধবার কলেজ থেকে ফেরার পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় সে ছাত্র মারা যায়। এরপরই বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গা বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন