শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়ান একাডেমিক হাইব্রিড দাবার ষষ্ঠ রাউন্ড শেষ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ৮:১৭ পিএম

এশিয়ান দাবা ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আয়োজনে এশিয়ান একাডেমিক হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে অনলাইন দাবা প্লাটফরম টরনেলোতে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এই রাউন্ডে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ৩.৫-০.৫ গেম পয়েন্টে ইয়েমেনের আদেন চেস একাডেমিকে হারায়। বসির মেমোরিয়াল চেস একাডেমি ২.৫-১.৫ গেম পয়েন্টে ইরানের পিশগাম নভিন-৩ কে হারিয়ে দেয়।

এই রাউন্ড শেষে বাংলাদেশের এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। ১০পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইরানের পিশগাম নভিন-২ এবং শ্রীলঙ্কার ন্যাশনাল চেস একাডেমি ৯ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হবে সপ্তম বা শেষ রাউন্ডের খেলা। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ইরানের পিশগাম নভিন-১ এর সঙ্গে ও বসির মেমোরিয়াল চেস একাডেমি ইয়েমেনের আদেন চেস একাডেমির বিপক্ষে খেলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন