শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জনসনের চিঠির পর যুক্তরাজ্যের সঙ্গে বৈঠক বাতিল করল ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ১২:১১ এএম

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করে দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের ফিরিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফরাসি প্রেসিডেন্টকে চিঠি দেওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে প্যারিস। গত বুধবার ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ২৭ অভিবাসী নিহত হওয়ার পর যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই চিঠিতে ফ্রান্স হতাশ হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। তিনি বলেন, ‘এটা প্রকাশ করা আরও খারাপ হয়েছে।’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে চিঠি দিয়ে এই ধরনের বিপর্যয় এড়াতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়াদের ফিরিয়ে নিতে ফ্রান্স একমত হলে ফের একই ধরনের বিপর্যয় এড়াতে এর ‘তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ প্রভাব’ থাকবে। বরিস জনসনের চিঠির পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক বিবৃতিতে বলেন, ‘আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রকাশ্য চিঠিকে এবং সহযোগীদের মধ্যকার আলোচনা প্রকাশ করাকে অগ্রহণযোগ্য মনে করি। ফলে প্রীতি প্যাটেল আর আমন্ত্রিত নন।’ ফরাসি প্রেসিডেন্টকে লেখা ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্স সরকারের ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে। ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল বলেন ওই চিঠি ইংলিশ চ্যানেল উপকূলে ফ্রান্স যা করেছে তাকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন