নেছারাবাদে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে তিনটি কসমেটিক্স ও একটি ফার্মেসি সহ মো ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক শাহ মো. শোয়াইব মিয়া শনিবার দুপুরে ওই অভিযান পরিচালনা করেন।
পণ্যর গায়ে আমদানিকারকের তথ্য,এম,আর,পি না থাকা এবং মেয়াদউত্তীর্ন ঔষধ সংরক্ষনের অপরাধে ওই জরিমানা করা হয়।
অভিযানে 'ফারিয়া কসমেটিক্সকে' চার হাজার, স্বর্নামনি কসমেটিক্স চার হাজার, মারজান কসমেটিক্সকে দুই হাজার এবং চৌধুরী ফার্মেসিকে পাচ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন