বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি: সংসদে ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ৩:৫৭ পিএম | আপডেট : ৭:৪৪ পিএম, ২৭ নভেম্বর, ২০২১

বাস ভাড়া হাফ করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

শনিবার (২৭ নভেম্বর) সংসদ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ছাত্রলীগ নামধারীরা হামলা করতে পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনি কি কারও নাম বলতে পারেন? এটাই যদি করতো তাহলে তারা কেন এ দাবিতে প্রকাশ্যে সমর্থন করছে?

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিআরটিসিতে প্রথমে ভেবেছিলাম ৩০ পারসেন্ট দেবো, কিন্তু যখন প্রধানমন্ত্রীর অনুমতি চাইলাম, তিনি বললেন, হাফ ভাড়া যখন তারা দাবি করেছে সেটিই দাও। তার নির্দেশনায় সারাদেশে বিআরটিসির প্রজ্ঞাপন দিয়েছি। ১ তারিখ থেকে এটি কার্যকর হবে।

এর আগে ২৩ নভেম্বর গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণের প্রজ্ঞাপন জারি করার দাবিতে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে হামলা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tareq Sabur ২৭ নভেম্বর, ২০২১, ১০:০০ পিএম says : 0
ছাত্রলীগ ছাড়া আর কেউ এ হামলা করতে পারে না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন