শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হতাশার নাম রিভিউ আপীল

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) বড়ই ভুগিয়েছে টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দলকে। আইন অনুযায়ী ডিআরএসএ প্রথম ৮০ ওভারের মধ্যে ২টি রিভিউর সুযোগ। রিভিউতে হেরে গেলে পরবর্তীতে কাটা পড়বে সুযোগ। এই নিয়মের সঙ্গে অভ্যস্ত নয় বলেই বড় ধাক্কা খেয়েছে গতকাল বাংলাদেশ দল। প্রথম রিভিউ আপীলে জিতেছে ঠিকই, মিরাজের বলে ব্যালান্সের বিপক্ষে এলবিডাবøুর আপীলে দেননি সাড়া নিউজিল্যান্ড আম্পায়ার ক্রিস গাফানি। রিভিউ আপীলে জিতে সে কি উৎসব ! কিন্তু এর পর আর একটি রিভিউ পক্ষ নেয়নি বাংলাদেশ দলের। রিভিউ আপীলে ভাগ্যবান মঈন আলী জিতেছেন চার চার বার। ২৪ তম ওভারে তাইজুলের বলে মঈন আলীর বিপক্ষে এলবিডাবøুর আপীলে সাড়া দেননি আম্পয়ার ধর্মসেনা। রিভিউ আপীল নিয়ে সেবার ব্যর্থ মুশফিক। হক আইয়ে পরিস্কার লেগ স্ট্যাম্পে বল হিট করেছে,তবে আম্পায়ার্স কলে সে যাত্রায় বেঁচে গেছেন মঈন। ৮ রানের মাথায় রিভিউ পক্ষে যাওয়ার পর রিভিউ ভাগ্যটা সুপ্রসন্ন হয়েছে বার বার। ২৭তম ওভারে সাকিবকে সুইপ খেলতে যেয়ে ব্যর্থ মঈন, আম্পায়ার ধর্মসেনা তুলেছেন আঙুল, অথচ ১৬ রানে কাটা পড়তে পড়তে রিভিউ আপীলে গেছেন জিতে মঈন। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে তাইজুলের ২ টি ডেলিভারীতে এলবিডাবøুর রায় দিয়েও ধর্মসেনা রিভিউ আপীলে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তখন মঈনের রান ১৭। ৪৮তম ওভারে মিরাজের বলে মঈনের বিপক্ষে এলবিডাবøুর আপীলে সাড়া দেননি নিউজিল্যান্ড আম্পায়ার গাফানি,রিভিউ চেয়ে সেবার প্রত্যাখ্যাত হয়েছে বাংলাদেশ দল। তখন মঈনের রান ৪৮। রিভিউ আপীলে ৪ বার জিতে সেই মঈন আলী স্কোর টেনে নিয়েছে ৬৮ পর্যন্ত। ৮০ ওভার পেরুনোর পর রিভিউ নুতন করে নেয়া যায়,সেখানেও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ দলের। ৮৪তম ওভারে আদিল রশিদের বিপক্ষে রিভিউ আপীল হয়েছে খারিজ !
বার বার রিভিউতে জিতে যাওয়ায় নিজেকে বড়ই ভাগ্যবান মনে করছেন মঈন আলীÑ‘ ইনিংসটি বড় করতে পেরেছি,রিভিউ ভাগ্যের কারনেই। প্রতিটা রিভিউয়ের সময় যে মানসিক চাপ সামলাতে হয়েছে, তা ভাষায় বোঝানো কঠিন’-রিভিউ নিয়ে বেশ কয়েকবার বেঁচে যাওয়া মঈন ম্যাচ শেষে জানালেন এমনটাই। এ ধরনের পিচে আম্পায়ারিং করা কঠিন। আর আমি কি বলবো তাকে ( ধর্মসেনা) ! তিনি আমাকে তিনবার আউট দিলেন, প্রথমবার ব্যাট অথবা গøাভসে কোনও একটাতে যে লেগেছিল, আমি বুঝতে পেরেছিলাম। বাকি দুইবার জো রুট আমাকে বাঁচিয়েছে। রুট আমাকে দুইবারই বলেছে আমি আউট নই। আমি অফ ও মিডল স্টাম্প গার্ড নিয়ে খেলছিলাম, তাই লেগ বিফোরের সম্ভাবনা ছিল কম। তবে আমি জানি না কেন এত বল মিস করছিলাম।’
অভিষেকে ৫ উইকেট নিয়েও রিভিউ আপীলে বার বার ভাগ্যাহত হওয়ায় কস্টটা অনুভব করছেন মেহেদী হাসান মিরাজÑ ‘এলবিডাবøুউতে রিভিউ গুলো যখন ওদের পক্ষে চলে যাচ্ছিল, তখন খারাপ লেগেছে। সাকিব ভাইয়ের দু’টা হল না। আমার একটা আপীল ঠিক ছিল, আউট হয়েছিল কিন্তু রিভিউ নেইনি। আসলে টোটাল জিনিসটাই খারাপ লাগে যদি রিভিউ নিতাম এবং হয়ে যেত তখন একটু আফসোস লাগল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
রুম্মান ২১ অক্টোবর, ২০১৬, ১১:৪১ এএম says : 0
এটাও খেলার অংশ
Total Reply(0)
Sujon ২১ অক্টোবর, ২০১৬, ২:৫৩ পিএম says : 0
kisu bolar nai
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন