বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বঙ্গবন্ধু সিনিয়র বক্সিং সোমবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ৭:৫৭ পিএম

প্রায় দুই বছর পর বক্সিং রিংয়ে নামছেন দেশের সিনিয়র বক্সাররা। ২০১৯ সালের ডিসেম্বরের শুরুতে নেপাল সাউথ এশিয়ান গেমসে একটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জপদক জিতেছিলেন তারা। এরপর প্রাণঘাতি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কোন খেলা হয়নি। অবশেষে রিংয়ে নামার সুযোগ পাচ্ছেন বক্সাররা। সোমবার থেকে পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুরু হচ্ছে সিনিয়রদের আসর বঙ্গবন্ধু বক্সিং প্রতিযোগিতা। আট বিভাগ এবং সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, বিকেএসপি ও বাংলাদেশ রেলের বক্সাররা অংশ নেবেন এ প্রতিযোগিতায়। সব মিলিয়ে প্রায় ১৯০ জন বক্সার খেলবেন। যার মধ্যে ১৬০ জন পুরুষ ও ৩০ জন নারী বক্সার। শনিবার এসব তথ্য জানান বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন