শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় প্রাণহানী নেই, আক্রান্ত ৩ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ৩:৪৬ পিএম

সিলেটে করোনাভাইরাসে আরও ৩জন আক্রান্ত হয়েছেন। সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০ দশমিক ৪৭ ভাগ। তবে ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় প্রদত্ত তথ্য মতে, ৬৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত পাওয়া গেছে ৩ জনকে। আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। আজ রবিবার (২৮ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার (২৭নভেম্বর) সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮ টা পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। তিনজনের বাড়ি সিলেটের। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত সনাক্তের হার শূণ্য দশমিক চার সাত শতাংশ। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত সনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৯৬৫ জনে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৮৫৯ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮৮৮ জন, সুনামগঞ্জের ৬ হাজার ২৪৫ জন, মৌলভীবাজারের ৮ হাজার ১৭৪ জন ও ৬ হাজার ৬৫৯ জন রয়েছেন হবিগঞ্জে। গেল ২৪ ঘন্টায় নতুন করে কেউ মারা না যাওয়ায় করোনায় প্রাণহানীর সংখ্যা আগের মতো ১ হাজার ১৮০ জনই আছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ১১৮ জনসহ সিলেট মারা গেছেন ৯৮৬ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৭৪ জন, মৌলভীবাজারে ৭২ জন ও ৪৮ জন মারা গেছেন হবিগঞ্জে। গেল ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ১০ জন সহ বিভাগে করোনা থেকে সুস্থতার সংখ্যা ৪৯ হাজার ৩৬০ জন দাঁড়িয়েছে। ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন