বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কলাপাড়ায় সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষ

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ৬:৩৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো.তাইজুল ইসলাম (৬৮), পারভীন বেগম(৪০), মশিউর রহমান (২৩), আনসার গাজী (৫৫), লিটন গাজী (২৫) ও রাহিমা বেগম (২৮)। এদেরকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারিপাড়া গ্রামের মো.তাইজুল ইসলাম গাজীর মেয়ে পারভীন বেগমের সাথে একই গ্রামের ইয়ার গাজীর ছেলে মুসা গাজীর অন্ততঃ ২৫ বছর আগে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনাবনির অভাব দেখা দেয়। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছিল। গত এক সপ্তাহ যাবৎ পুনরায় স্বামী-স্ত্রীর সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। এনিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতার ফোরকান প্যাদার বাড়িতে সালিশ বৈঠক চলাকালীন সময় উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়।
লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো.ফোরকান প্যাদা জানান, তিনি সালিশের জন্য দু’পক্ষকে ডেকেছিলেন। সালিশ চলাকালীন এক পর্যায়ে বাক-বিতন্ডা শুরু হয়। এসময় উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হয়।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান শওকত তপন বিশ্বাস বলেন, এর আগে স্বামী-স্ত্রী মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে আমিও অনেকবার সমাধানের চেষ্টা করেছিলাম।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় একপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন