মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খাগড়াছড়ি ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা, আহত-১৬

খাগড়াছড়ি থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ৭:২৬ পিএম

খাগড়াছড়ির পার্বত্য জেলার দীঘিনালায় নির্বাচনী সহিংসতায় ১৬ জন আহত হয়েছেন। রোববার(২৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার কবাখালি, বোয়ালখালি ও মেরুং ইউনিয়নে জালভোট দেয়াকে কেন্দ্র করে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় কবাখালি ইউনিয়নে দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করে দুবৃর্ত্তরা। আহতরা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মেরুং ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, বাঁচা মেরুং কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নিলে ২সদস্য প্রার্থীর মধ্যে সংঘাতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। মেরুং হাজাছড়ায় হাজাধন কার্বারিপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২কেন্দ্রে ১৩আহত হয়।
এ ছাড়া কবাখালির হাচিনসনপুর কেন্দ্রে সংঘর্ষে আহত হয় ৩জন।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফাহমিদা মোস্তফা স্বর্ণা জানান, কয়েকটি কেন্দ্রে সংঘাতের ঘটনা ঘটে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে ঢিল ছুড়া হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন