বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

গত শুক্রবার ‘অভিনয় শিল্পী সংঘ’র সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, নাট্যজন মামুনুর রশীদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে সাধারণ সভা উদ্ভোদন করেন। সংঘ’র সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম সাধারণ সভা পরিচালনা করেন। মামুনুর রশীদ বলেন, ‘সাধারন সভা এমনই একটি দিন যে দিনটিতে প্রিয় সহকর্মীদের সঙ্গে সুন্দরভাবে কাটানোর মতো একটি দিন। এই দিনটির জন্য আমি বিশেষভাবে অপেক্ষা করি। একটি কথা বলতে চাই, ষাট কিংবা সত্তরের পর শিল্পীদের অভিনয় করাটা কমে যায়। অভিনয় শিল্পী সংঘ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সাথে যুক্ত হওয়া আমাদের জন্য কল্যাণকর। শিল্পীরা শিল্পের উৎকর্ষতা নিয়ে ভাববে, এমনটাই হওয়া উচিত। ’ আসাদুজ্জামান নূর বলেন, ‘করোনায় আমরা অনেককে হারিয়েছি। তাতে আমাদের সংস্কৃতি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। করোনায় অনেক শিল্পীর অবস্থা খুবই দুর্বিসহ ছিলো। তারপরও অভিনয় শিল্পী সংঘ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, তাতে সংঘ’র প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ সাধারণ সভা’র শেষপ্রান্তে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সম্মাননা তুলে দেন করভী মিজান, মুনিরা ইউসুফ মেমী ও তানিয়া আহমেদ। সভা শেষে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পর্বে উপস্থাপনা করেন রওনক হাসান, সাজু খাদেম, জাকিয়া বারী মম ও শবনম ফারিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন