শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকা-ে বসতঘরসহ ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। অগ্নিকা-ে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। জানা যায়, গতকাল শুক্রবার ভোরে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার সংলগ্ন সেকান কোরেলের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে ফরহাদ কোরালের ২টি, নূরজাহানের ২টি, সেকান কোরালের ১টি, লিপি কোরালের বসতঘরসহ ২টি, জাহাঙ্গীর কোরালের ১টি বসতঘরসহ মোট ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া পাট ব্যাবসায়ী মজিবর ঢালীর প্রায় ৮৫ মণ পাট পুড়ে গেছে। ভয়াবহ অগ্নিকা-ে নগদ টাকা, মূল্যবান জিনিস ও গবাদী পশুসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। শিবচর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এক পোশাকে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় বসবাস করছে। তবে অগ্নিকা- সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন