শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিপজ্জনক বিশ্বাস লালন করছে ন্যাটো জোট : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বিপজ্জনক বিশ্বাস লালন করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ। শনিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া ভাষণে তিনি বলেন, ন্যাটোর ধারণা, তাদের ভয়ে ইউক্রেনের সেনা মুভমেন্টের বিরুদ্ধে মস্কো কোনও জবাব দেবে না। এটা খুবই বিপজ্জনক বিশ্বাস। পশ্চিমা দেশগুলো কর্তৃক ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহেরও সমালোচনা করেন তিনি। অ্যান্টোনভ বলেন, ন্যাটো সেনারা কৃষ্ণসাগর ও ইউক্রেনের ভূখণ্ডে অবস্থান নিচ্ছে। রুশ রাষ্ট্রদূত বলেন, ‘ন্যাটো জোটের সেনারা রাশিয়ার ক্ষমতা পরীক্ষা করে দেখতে চায়। তারা এমনটাও আশা করছে যে, ন্যাটোর ভয়ে রাশিয়া কোনও জবাব দেবে না। কিন্তু আমি খুব পরিষ্কার করে এবং দ্বিধাহীন চিত্তে বলতে চাই যে, এটি খুবই বিপজ্জনক ধারণা।’ আনাতোলি অ্যান্টোনভ বলেন, যুক্তরাষ্ট্র ক্রমেই ইউক্রেনে অস্ত্র পাঠানোর মাত্রা বাড়িয়ে তুলছে এবং প্রতিরক্ষার কাজে এসব অস্ত্র ব্যবহার হবে বলে দাবি করছে। কিন্তু প্রতিরক্ষামূলক অস্ত্রের অর্থ আমরা জানি। মার্কিন এমকে-৪১ কী জিনিস তাও আমরা জানি। আরটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন