শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাজ্যের সাথে অর্থবহ আলোচনা চায় ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অভিবাসী ইস্যুতে যুক্তরাজ্যের সাথে কাজ করতে চান। কিন্তু আলোচনা হতে হবে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ। ইউরোপীয়ান কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর এই মন্তব্য করেছেন জেরাল্ড ডারমানিন। গত সপ্তাহে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশের চেষ্টা করতে গিয়ে নৌকাডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু হয়। এই ঘটনার পর ইউরোপীয়ান কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। কূটনৈতিক টানাপোড়েনে ওই বৈঠকে যুক্তরাজ্যের আমন্ত্রণ বাতিল করে প্যারিস। ক্যালাইসে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে নিজের অনুপস্থিতিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী বরিস জনসন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোকে প্রকাশ্য চিঠি লেখার পর ওই আমন্ত্রণ বাতিল করে প্যারিস। ফ্রান্সের প্রেসিডেন্ট অভিযোগ করেন চিঠিটি টুইটারে প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পরিস্থিতির গুরুত্ব প্রদর্শনে ব্যর্থ হয়েছেন। তবে ব্রিটিশ সরকার জোর দিয়ে দাবি করে দায়িত্ব নিয়েই চিঠিটি প্রকাশ করা হয় এবং ফ্রান্সকে আমন্ত্রণ পুনর্বিবেচনার তাগিদ দেওয়া হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এই সমস্যা আমাদের যৌথভাবে নিরসন করতে হবে।’ ক্যালাইসে অনুষ্ঠিত বৈঠকে বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি এবং ইউরোপীয়ান কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান তিনি এই সঙ্কট মোকাবিলায় যুক্তরাজ্যের সাথে কাজ করতে চান। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন