শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১১:০১ পিএম

মাগুরার শালিখা উপজেলার যশোর মাগুরা সড়কের সীমাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নুর জাহান(৮) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর জাহান সীমাখালী গ্রামের সিদিকুর রহমানের কন্যা ও সীমাখালী ইসলামীয়া আইডিয়াল একাডেমির শিশু শ্রেণির ছাত্রী।

নিহতের চাচা মোঃ আবুল খায়ের জানান, সে স্কুল থেকে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপার হতে গেলে যশোর থেকে ছেড়ে আসা-১৪০৪৬৫ নাম্বারের একটি লোকাল বাস তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়৷ তিনি বলেন ঘটনাটি তার চোখের সামনেই ঘটেছে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরজাহানের স্কুলটি যশোর- মাগুরা সীমাখালী মেইন সড়কের পাসেই স্থাপিত ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন