শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ৩:১৫ এএম | আপডেট : ১০:৪২ এএম, ৩০ নভেম্বর, ২০২১

ব্যালন ডি’অর ২০২১ এর পুরষ্কার জিতেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনাকে এ বছর কোপা আমেরিকার শিরোপা জেতানোর কারণে এবার ব্যালন ডি’অর বাগিয়ে নিয়েছেন তিনি। ব্যালন ডি’অর নিয়ে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সমর্থ হয়েছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি।
 
২০১৯ সালেই ব্যালন ডি’অর জিতে সর্বোচ্চবার এ পুরষ্কার জেতার রেকর্ড গড়েন। এবার সপ্তমবার জিতে রেকর্ডটি আরো বাড়িয়ে নিলেন তিনি। এবার তৃতীয় হয়েছেন করিম বেনজেমা, চতুর্থ জর্জিনহো ও পঞ্চম হয়েছেন অ্যাঙ্গোলো কান্তে। 
 
গত বছর ব্যালন ডি’অর জেতার কথা ছিল লেভানদোস্কির। কিন্তু গত বছর করোনার কারণে পুরষ্কারই দেয়া হয়নি। মেসিও এবার পুরষ্কার জেতার পর বলেছেন, ‘লেভানদোস্কি তুমি এ পুরষ্কারের দাবীদার। আমরা সবাই জানি গত বছর তুমি ছিলে সবার চেয়ে এগিয়ে ছিলে।’
 
মেসি সর্বপ্রথম ২০০৯ সালে জেতেন ব্যালন ডি’অর। এরপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে জেতেন এই পুরষ্কার। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন