বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্তের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:৪৯ পিএম

সামনে এসেছে ব্রিটিশ বিমান বাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্তের ভিডিও। ভূমধ্যসাগরে নিয়মিত অপারেশন চালানোর সময় সপ্তাহ দু’য়েক আগে রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য সামনে এনেছে । -বিবিসি


গত ১৭ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভূমধ্যসাগরে টহলরত ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ থেকে উড্ডয়নের পরপরই অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানের পাইলট অক্ষত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে বিমানটি থেকে পাইলট বাইরে বেরিয় আসতে সক্ষম হন। পরে তিনি কুইন এলিজাবেথে ফিরে আসেন।

বিমানটি রানওয়েতে দ্রুতগতি উঠিয়ে উড্ডয়নের কথা থাকলেও সেটি তা করতে ব্যর্থ হয় এবং রানওয়ে শেষ হতেই যুদ্ধবিমানটি ভূমধ্যসাগরের পানিতে পড়ে যায়। পরে বিধ্বস্ত হয় বিমানটি। অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদ সুস্থ অবস্থায় জাহাজে ফিরে আসায় সেসময় সন্তোষ প্রকাশ করেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। একইসঙ্গে ঘটনাটি তদন্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে বরিস জনসনের প্রশাসন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বিধ্বস্তের ফুটেজ নিয়ে তারা শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন এবং পানিতে নিমজ্জিত এয়ারক্রাফটটি তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। মার্কিন লকহিড কোম্পানির তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানগুলো ব্রিটেনের সবচেয়ে উন্নত এবং ব্যয়বহুল যুদ্ধবিমান। এই মডেলের প্রতিটি বিমানের বাজার মূল্য প্রায় ১০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বা ১১৫ মিলিয়ন মার্কিন ডলার। অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন এই বিমানগুলো স্টিলথ প্রযুক্তিতে তৈরি এবং রাডার ফাঁকি দিতে সক্ষম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন