শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে ইউপি নির্বাচনে পক্ষে কাজ না করায় দোকান লুটের অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ৪:১৪ পিএম

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্বাচনে পক্ষে কাজ না করায় দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের শান্তির মোড়ে গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দোকানদার সুমন মিয়া।
স্থানীয়রা জানায়, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুল আলম চাকলাদার লিটনের পক্ষে কাজ করায় জাতীয় পার্টির ইউনিয়ন সদস্য সচিব মুকুট মিয়ার ছেলে সুমন মিয়ার দোকানের তালা ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার আলম সরকারের সমর্থকরা। সোমবার রাত ৯ টার দিকে মনোয়ার আলমের প্রায় ৩/৪'শ সমর্থক শান্তির মোড়ে গিয়ে সুমন মিয়াকে হুমকি ধামকি দেয়। পরে স্থানীয়রা সুমন মিয়াকে বাড়িতে পাঠিয়ে দেয়। এসময় তারা এক ভোটারকে জগ দিয়ে মারধর করেন। খবর পেয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনোয়ার আলম সরকারের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়।
ঘর মালিক মারুফুল ইসলাম অনিক জানান, 'আমার ঘরে দীর্ঘদিন থেকে সুমন মিয়া ব্যবসা করে আসছে। তার দোকানে অনেক মালামাল ছিল। রাতের আঁধারে দোকান লুট করে নিয়ে যায়।'দোকানদার সুমন মিয়া জানান, লাঙ্গল মাকার পক্ষে কাজ করায় মনোয়ার আলম সরকারের সমর্থকরা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। গতরাতে তারা আমাকে হত্যার উদেশ্যে আক্রমণ করেছিল। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেয়। এরপর গভীর রাতে তারা দোকান লুট করে ৩ লাখ টাকার মালামাল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
দোকানদার সুমন মিয়ার স্ত্রী শিমা মঙ্গলবার সকালে দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পাই। দোকানের ৩ লক্ষাধিক টাকার কসমেটিক মালামালসহ লুট করে নিয়ে যায়। দোকানটাই ছিল আমাদের একমাত্র চলার সম্বল। আমরা এর সুষ্ঠু বিচার চাই।'
প্রত্যক্ষদর্শী শিপন মাস্টার জানান, রাত ৯ টার দিকে মনোয়ার আলম সরকারের সমর্থকরা একত্রিত হয়ে সুমন মিয়াকে হুমকি ধামকি প্রদান করে। পরে আমরা সুমনকে বাড়িতে পাঠিয়ে দেই। আজ সকালে শুনতে পাই সুমনের দোকান লুট হয়েছে।'
কঞ্চিবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মুকুট মিয়া জানান,'আমাদেরকে বিভিন্ন সময়ে মনোয়ার আলম সরকারের সমর্থকরা তাদের পক্ষে কাজ করার প্রস্তাব দেয়। আমরা তাদের প্রস্তাবে রাজি না হয়ে লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলের দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থসহ মালামাল করে নিয়ে যায়। লুপাটের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার আলম সরকার জানান, আমার সমর্থকরা কখনো এমন ধরনের ঘটনা ঘটাতে পারেনা। তবে ঘটনার দিন রাতে সদস্য প্রার্থী শিপন মিয়ার সমর্থকরা একত্রিত হয়ে ভোট না দেয়ার অভিযোগে এক ভোটারকে জগ দিয়ে মারধর করেছে। ঘটনাস্থল পরিদর্শনকারী কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্তারুজ্জামান জানান, 'খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পাই। পরে দোকান খুলে দেখি ক্যাশ বাক্স মেঝেতে পড়ে আছে। দোকানে অল্প কিছু মালামাল পেয়েছি। উল্লেখ্য কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বুথ থেকে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে নির্বাচনী ফলাফল স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩৭৮ জন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার আলম সরকার আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আ’লীগের বিদ্রোহী প্রার্থী দূর্লভ চন্দ্র মন্ডল অটোরিক্সা প্রতীকে ৩ হাজার ২৫৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এধরণের ঘটনার কোন অভিযোগ এখনো পাইনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন