শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৈনিক ইনকিলাবে সংবাদ ছাপার পর তোলপার: হাতি-মানুষের দ্বন্ধ নিরসনে অব্যাহতভাবে চলছে সচেতনতামূলক সভা

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ৬:৩০ পিএম

’গারো পাহারে হাতি- মানুষের যুদ্ধ’ শিরোনামে অতি সম্প্রতি ইনকিলাবের শেষ পৃষ্টায় এবং গত ২৯ নভেম্বর ’গারো পাহাড়ে হাতি-মানুষ যুদ্ধ,২৭ বছরে মারা গেছে ৫৮ জন মানুষ: আহত ৫ শতাধিক ৩১ টি হাতির মৃত্যূ’ শিরোনামে সংবাদ ছাপার পর টণক নড়েছে প্রশাসন ও বন বিভাগের। শুরু হয়েছে তোলপার। দফায় দফায় চলছে জনসেচেতনামূলক সভা। তারই ধারাবাহিকতায় শেরপুেরর বালিজুরিতে সভার পর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের আয়োজনে হাতি-মানুষের দ্বন্ধ নিরসন ও হাতি সংরক্ষণের জন্যে জন্য জনসচেতনতামূলক সভা তাওয়াকুচা ফরেষ্ট বিট অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে । সভায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক-আল-মাসুদের সভাপতিত্বে বিট কর্মকর্তা মুকরুল ইসলাম আকন্দর সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ, এস,এম,এ ওয়ারেজ নাইম । বিশেষ অতিথি হিসাবে শেরপুর জেলার সহকারী বন রক্ষক কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা (এলজিডির) প্রকৌশলী মোজাম্মেল হক, ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ, ফায়েজুর রহমান প্রমূখ দিকনির্ধেশনামূলক বক্তব্য রাখেন। বক্তাগণ হাতি ও মানুষের দ্বন্ধ নিরসনের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হাতি- মানুষের দ্বন্ধ বন্ধ করে হাতি সংরক্ষণের জন্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বক্তাগণ বলেন, সরকার হাতির আক্রমনে নিহত, আহত ও ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছে । তাই নিড়িহ প্রাণী হাতিকে আমরা সংরক্ষণ করবো বলে সবাইকে সচেতন হতে অনুরোধ করেন । সভায় পাহাড়ি এলাকায় বসবাসরত বিপুল পরিমাণ জনসাধারণ উপস্থিত ছিলেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন