বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলি অংশ নেয়ায় নাম প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ইসরাইলি শিল্পীরা অংশ নেওয়ায় ফ্রান্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দুই ফিলিস্তিনি শিল্পী তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আরব ওয়ার্ড ইনস্টিটিউট নামে একটি সংগঠন প্যারিসে আরব সাংস্কৃতিক উৎসব নামে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। খবর আনাদোলুর। ওই উৎসবে ইসরাইলি শিল্পীদের অংশ নেওয়ার খবরে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এতে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দেন ফিলিস্তিনি চলচ্চিত্রকার ও ডিসাইনার সুহাদ খতিব। এতে তিনি বলেন, জেরুজালেম থেকে এসে ওই অনুষ্ঠানে একজন ইসরাইলি অংশ নেবেন, তাই তিনি তার নাম প্রত্যাহার করে নিচ্ছেন। সুহাদ খতিব বলেন, অনুষ্ঠানটির আয়োজক সংস্থা আরব ওয়ার্ড ইনস্টিটিউট আমাকে ওই ইসরাইলির অংশগ্রহণের কথা আগে থেকে বলেনি। আগে জানলে আমি এতে অংশ নেওয়ার জন্য আমার নামই নিবন্ধন করতাম না। একইভাবে অনুষ্ঠানটি থেকে নাম প্রত্যাহার করেছেন ফিলিস্তিনের স্ট্যান্ডআপ কমেডিয়ান আলা আবু দিয়াব। ডিসেম্বরের প্রথম দিকে প্যারিসে ওই উৎসব অনুষ্ঠিত হবে। আনাদোলু।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন