শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পটুয়াখালী বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ

পটুয়াখালী জেলা সংবাদদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা ও পৌর এবং দশমিনা উপজেলার তিনটি সাংগঠনিক কমিটি ব্যাকডেট দিয়ে অনুমোদনসহ অবাধ্যতা ও কৃঙ্খলা বর্হিভূত কর্মকান্ড করার কারণে পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশসহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘোষিত তিনটি কমিটির কার্যক্রম স্থগিতের থাকবে মর্মে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত লিখিত অদেশ পত্রে জানা গেছে। গত ২৯ নভেম্বর জারীকৃত উক্ত লিখিত আদেশ নামায় আরোও বলা হয়েছে, ইতোপূর্বে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে একটি তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছিল সেই ব্যাক্তিবর্গকেই উক্ত তিনটি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা সম্পূর্ন অবাধ্যতা ও কৃঙ্খলা বর্হিভূত কর্মকান্ড। সুতরাং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত তিনটি কমিটি স্থগিত থাকবে। এ ছাড়াও লিখিত ঐ পত্রে দলীয় কৃঙ্খলা ভঙ্গের জন্য কেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়াও সদস্য সচিব স্নেহাংকু সরকারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শিয়ে আগামী তিনদিনের মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দানের নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত পত্রে উক্ত কমিটিগুলো প্রকাশতি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন