শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শারীরিক উপস্থিতিতে কোর্ট একুশ মাস পর আজ বসছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

 আজ বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে দেশের উচ্চ আদালতে বিচারিক কার্যক্রম চলবে। এক বছর ৯ মাস অর্থাৎ দীর্ঘ ২১ মাস পর আপিল বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হচ্ছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করেন যে, ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।প্রসঙ্গত, দেশে করোনা মহামারি শুরুর পর থেকে প্রায় ১ বছর ৯ মাস ধরে আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালই চলছে। হাইকোর্ট বিভাগের কোনো কোনো বেঞ্চ শারীরিক উপস্থিতিতে ও কয়েকটি বেঞ্চ ভার্চুয়ালই চলছে। কিন্তু ১ ডিসেম্বর থেকে সব আদালত শারীরিক উপস্থিতিতে চলবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন