শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গরুর সাথে বিমানের ধাক্কা, অরক্ষিত কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৮:৩৪ এএম

বিমান বাংলাদেশের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় গরুর সাথে ধাক্কা লেগেছে। রানওয়েতে থাকা দুইটির গরুর সঙ্গে বিমানের পাখায় সংঘর্ষের ঘটনা ঘটলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ওই বিমান ও এর ৯৪ জন যাত্রী।

মঙ্গলবার (৩০ নভেম্বর) কক্সবাজার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। বিমানের ধাক্কায় গরু দুটি মারা গেলেও বিমানে থাকা ৯৪জন যাত্রীর প্রত্যকেই অক্ষত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী কর্মকর্তা একথা জানান। তাদের মতে মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মি‌নিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক‌টি ফ্লাইট (BG-438) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

কিন্তু উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সাথে বিমানের ডান পাখার ধাক্কা লাগে। এতে গরু দুটি মারা যায়। তবে এখন পর্যন্ত গরুর মালিক সম্পর্কে জানা যায়নি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সাতটা পাঁচ মিনিটে বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

এদিকে বিমানবন্দরের রানওয়েতে নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ করেছেন বিমানে যাতায়াতকারী অনেকেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন