ঢাকার রামপুরায় বাসচাপায় নিহত এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) লাশ মঙ্গলবার রাতে তার নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দাফন করা হয়।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৮টায় জানাজার নামাজ শেষে সরাইল সদরের বিকেল বাজার এলাকার হাটখোলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে নানা-নানির কবরের পাশেই তাকে দাফন করা হয়।
এর আগে বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা থেকে দুর্জয়ের লাশ সরাইল উপজেলা সদরের হালুয়াপাড়ায় তার নানাবাড়িতে এসে পৌঁছায়। এ সময় তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এলাকার অনেকেই দুর্জয়ের লাশ দেখার জন্য ভিড় জমান। দাফনে অংশ নেওয়ার জন্য দুর্জয়ের বন্ধুরাও সরাইলে আসে।
উল্লেখ্য, সোমবার রাতে রামপুরায় বাসচাপায় মারা যায় মাইনুদ্দিন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে। তবে প্রায় ২০ বছর আগে বাবা আব্দুর রহমান ঘর-বাড়িসহ সবকিছু বিক্রি করে ঢাকায় চলে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন