বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়া সদরের সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে কিছু প্রাথী ভোট পুনঃগননার আবেদন করেছেন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৪:৩৩ পিএম

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে বগুড়া সদরের কয়েকটি ইউনিয়নে ভোট পুনঃগননার আবেদন করেছেন করেছেন কয়েকজন ইউপি মেম্বার প্রার্থী। ইউপি চেয়ারম্যান প্রার্থী সহ আরও কয়েকজন একই ধরনের আবেদনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
বুধবার বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ৪ ওয়ার্ডের ২ জন মেম্বার প্রার্থী মোরগ প্রতীকধারী আতিকুর রহমান খান এবং ফুটবল প্রতীকধারী মোঃ আইয়ুব উদ্দিন খান একযোগে প্রধাণ নির্বাচন কমিশন বরাবরে পাঠানো আবেদনে জানান, গোকুলের ৪ নং ওয়াডের ধাওয়াকোলা কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের পর দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং অফিসার চেয়ারম্যান ও মহিলা মেম্বার পদের ফললাফল ঘোষনা করলেও মেম্বারপদের ফলাফল ঝুলিয়ে রাখেন ।
শুধু তাই নয় জনসমর্থনহীন প্রার্থী কাফি মন্ডলের পক্ষের এক ব্যাক্তি ভোট শেষ হওয়ার ১৫ মিনিট আগে প্রিসাইডিং অফিসারের কক্ষে বসে গোপন শলাপরামর্শ করে। দীর্ঘ সময় পরে ঘোষিত ফলাফলে কাফি মন্ডলকে জয়ী ঘোষনা করা হয়। বিষয়টি সন্দেহজনক । আমাদের বিশ^াস এই কেন্দ্রে পুনরায় ভোট গননা করা হলে ফলাফল পরিবর্তিত হবে। একই ধরনের অবিযোগ করেছেন বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের ফুটবল প্রতীকধারী মেম্বার প্রার্থী মোঃ হেলাল শেখ ।
অন্যদিকে শাখারিয়া ইউনিয়নের আনারস প্রতীকধারী স্বতন্দ্র প্রার্থী নাজমুল হাসান শামীমও জঙ্গলপাড়া ,বারইপাড়া এবং কদিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ৩টির ফলাফল পুনঃগননার আবেদনের প্রস্তুতি নিচ্ছেন বলে সাংবাদিকদের জানান ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন