শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টেবিল পরিষ্কার করিয়ে, ঘাস কাটিয়ে শাস্তি দেন ম্যানইউর কোচ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৬:৩২ পিএম

রাফ রাগনিক, ৬৩ বছর বয়সী জার্মান এই ফুটবল কোচ হয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। তার সম্পর্কে চমকপ্রদ সব কখা বেরিয়ে আসছে।  এবার ব্রিটিশ সংবাদমাধ্যম দি সান জানিয়েছে আরো চমকপ্রদ খবর। তারা জানিয়েছে রাগনিক খেলোয়াড়দের শৃঙ্খলার ব্যপারে বেশ কঠোর। আর তাই নিয়মিত শাস্তি দিয়ে থাকেন তিনি। তবে তার শাস্তির ধরনটাও অন্যদের চেয়ে ভিন্ন। সাধারণত শৃঙ্খলাভঙ্গের কারণে আর্থিক জরিমানা করা হয়। কিন্তু এতে কাজ হয় না, বিষয়টি জানা আছে রাগনিকের। তাই তিনি নিজের শিষ্যদের শাস্তি দেন নিজস্ব উপায়ে। তিনি কি কি শাস্তি দেন তার ১০টি খুজে বের করেছে দি সান। সেগুলো হলো-
 
১। বলে পাম্প দেয়া, সেগুলোকে অনুশীলন মাঠে নিয়ে আসা এবং এক সপ্তাহ বল পরিষ্কার করা। 
 
২।  অ্যাকাডেমির কোন একটি দলকে অনুশীলন করানো। 
 
৩। স্টেডিয়ামের ট্যুর গাইড হওয়া। মানে দর্শনার্থীদের ঘুরিয়ে ঘুরিয়ে স্টেডিয়াম দেখানো। 
 
৪।  অনুশীলন মাঠের ঘাষ কাটা ও মাঠের রক্ষণাবেক্ষণ করা। 
 
৫। অনুশীলনের সময় টুটু পরে অনুশীলন করা। (টুটু হলো ব্যালট নৃত্যের পোশাক। যেটি মূলত মেয়েরা পরে)। 
 
৬।  খেলোয়াড়দের পানির বোতল ভরা। 
 
৭। ক্লাবের নিজস্ব দোকানে তিন ঘন্টার জন্য কাজ করা। (জার্সি বিক্রির দোকান)। 
 
৮। খেলোয়াড়দের খাবার পরিবেশন করা ও খাবার খাওয়া শেষে সকল টেবিল পরিষ্কার করা।
 
৯। দলের বাসে কাজ করা। সকল খেলোয়াড়ের লাগেজ বাসে উঠানো, সেগুলো নামানোর কাজ করা। 
 
১০। ক্লাবের অন্তত ৬০ জন কর্মীর জন্য উপহার কেনা।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ রাজিব হোসেন ৩ ডিসেম্বর, ২০২১, ২:১৮ পিএম says : 0
রিপোর্টার মনে হয় আগে এমন কাজ করতো ????
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন