বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

‘জরুরি অবতরণ করা’ মালয়েশিয়ার উড়োজাহাজটিতে বোমা পাওয়া যায়নি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ১০:০১ এএম

বোমা সন্দেহে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ‘জরুরি অবতরণ করা’ মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে বোমা পাওয়া যায়নি। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে তল্লাশি শেষে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানবন্দরের নির্বাহী পরিচালককে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বুধবার রাতে আকাশে উড্ডয়নরত মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর আগেই ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়, বাড়ানো হয় সার্বিক নিরাপত্তা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি বিমানবন্দরে যায়। ফায়ার সার্ভিসের গাড়িগুলো বিমানবন্দরের গেটে প্রস্তুত রাখা হয়। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টিমও প্রস্তুত থাকে।
উড়োজাহাজটিতে তল্লাশি চালায় বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে ইউনিটের এক কর্মকর্তা বিমানবন্দরের নির্বাহী পরিচালককে মোখিকভাবে ‘রিপোর্ট’ করে বলেন, ‘এখানে বোমা জাতীয় কোনও কিছু পাওয়া যায়নি।’ এসময় গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান ডিসপোজাল ইউনিটকে ধন্যবাদ জানান।
এদিকে দেশের বিমানবন্দরে এ ধরনের অভিজ্ঞতা একেবারেই নতুন হলেও বিষয়টি সম্পর্কে জ্ঞান রয়েছে সংশ্লিষ্টদের। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ‘যে কোনও থ্রেট থাকলে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী, প্রতি দুই বছর পরপর বিমানবন্দরগুলোতে নিরাপত্তা মহড়া আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবশেষ ২০২০ সালের ২৪ ডিসেম্বর বোম্ব থ্রেটের অনুশীলন হয়েছে। নিরাপত্তা মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও স্বাস্থ্য বিভাগসহ বিমানবন্দরে কর্মরত অন্যান্য আরও কয়েকটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন