বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

দ্রব্যমূল্যের দুর্বিপাক

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ এএম

করোনার প্রকোপ যখন বিশ্বের অন্যান্য দেশ ছাড়িয়ে বাংলাদেশে হানা দিয়েছে তখনো বিষয়টার গভীরতা বুঝে উঠতে পারিনি। বেশ আগ্রহ উচ্ছ্বাস নিয়েই বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছিলাম। ভেবেছিলাম, যাক এই অজুহাতে একটা ভ্যাকেশন পাওয়া গেলে মন্দ কী? বিশ্ববিদ্যালয় বন্ধ হলো কিন্তু ভ্যাকেশনটা যে এত দীর্ঘ হবে তা আমারা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। দীর্ঘ প্রতিক্ষা শেষে ১৮ মাস পরে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। এতদিন পর ক্যাম্পাসে এসে মনে হলো যেন নতুন জীবন ফিরে পেয়েছি। তবে দেখা পেলাম নতুন বাস্তবতার। দ্রব্যমূল্যে আগুন। করোনা প্রকোপের আগে তেল ছিলো ১১০ টাকা লিটার এখন ১৬০। যে চাল ছিলো ৫৫ টাকা কেজি এখন সেটা ৬৫। ডিমের হালি ছিলো ৩২ বা ৩৪ টাকা এখন ৪০। অন্যান্য সবজি আর মাছ মাংসের কথা বাদই দিলাম। চোখ বন্ধ করে ভাবছিলাম, ১৮ মাস আগে আব্বুর যা বেতন ছিলো এখন কি ডবল হয়ে গেছে? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো আমার সেই বন্ধুর কথা, যে টিউশন করেই তার সব খরচ চালিয়েও বাসায় টাকা পাঠায়। এখন তার কী অবস্থা? এই অবস্থার অবসানইবা হবে কীভাবে?

নুসরাত জাহান শুচি
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন