সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে আফ্রিকা থেকে বাড়িতে আসা এনামুল হক নামের এক যুবককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকনকে ওই যুবকের বাড়িতে পাঠান। ওই বাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন ঘোষণা করা হয়। এনামুল হক ওই ইউনিয়নের আড়কাইম এলাকায় ইসহাক মুক্তার বাড়ির করিমুল হকের ছেলে।
ইউএনও এ এম জহিরুল হায়াত বলেন, গত শনিবার রাতে আফ্রিকা থেকে এনামুল হক নামের ওই বাংলাদেশি যুবক সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকায় নিজ বাড়িতে এসেছেন। গত বুধবার বিকালে খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান কোভিড-১৯ লেখা লাল পতাকা টাঙানোসহ হোম কোয়ারেন্টিন নিশ্চিতের নির্দেশ দেন।
মন্তব্য করুন