শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রেলীয় শিক্ষামন্ত্রীর কীর্তি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী অ্যালান টজকে নারী কেলেঙ্কারির ঘটনায় সাময়িকভাবে পদত্যাগ করতে বলা হয়েছে। নিপীড়নমূলক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর তদন্তের স্বার্থে শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তে বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
অ্যালানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক এক নারী কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছেন। এই সম্পর্ক চলাকালে ওই নারীকে তিনি শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করেছেন। এই অভিযোগ সামনে আসার পরই প্রধানমন্ত্রী ডেকে তার সরকারের শিক্ষামন্ত্রীকে সাময়িকভাবে পদ ছাড়তে বলেন।
এদিকে অ্যালান টজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। প্রধানমন্ত্রী মরিসন বলেন, অভিযোগের যে মাত্রা, তাতে তদন্তের স্বার্থে অ্যালানের সাময়িকভাবে পদত্যাগ করা উচিত।
আইনপ্রণেতাদের মরিসন বলেন, অভিযোগের বিষয়টি ন্যায্যভাবে ও দ্রুততার সঙ্গে সমাধান হওয়াটা গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর যে অনুরোধ তিনি করেছেন, তাতে অ্যালান সম্মত হয়েছেন। সূত্র : রয়টার্স, ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন