বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বঙ্গবন্ধু বক্সিংয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

বঙ্গবন্ধু পুরুষ ও মহিলা জাতীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বিকালে পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শেষ হওয়া চার দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে ৯টি স্বর্ণ এবং ৪টি করে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতে সেরার খেতাব জিতেছে সেনাবাহিনী। ৮ স্বর্ণ, ৭ রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। সমাপণী দিনের খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক এবং বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের চার সহ-সভাপতি যথাক্রমে সর্দার সেলিম আহম্মেদ, নিজামউদ্দিন চৌধুরী পারভেজ, হাজী মো. সাব্বির হোসেন, মারুফ হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন ও মিডল ওয়েট প্রো বক্সিং চ্যাম্পিয়ন মো. আদনান হারুন। প্রতিযোগিতায় ১৯টি স্বর্ণ, সমান সংখ্যক রৌপ্য ও ৩৮টি ব্রোঞ্জপদকের জন্য মোট ১৮১ জন বক্সার লড়াই করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন