বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ জরুরি’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১১:৫৯ পিএম

ভারত আন্তর্জাতিক সীমান্ত আইন লংঘন করে সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যা করছে অভিযোগ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারনেই সীমান্তে হত্যার ঘটনা ঘটছে। তাই সীমান্ত হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সমালোচনা করে ডা. ইরান বলেন, সীমান্তে চোরা-চালান বন্ধ করার জন্য গুলি করে মানুষ হত্যা কোন মতেই গ্রহণযোগ্য নয়। এটা মানবতা বিরোধী হত্যাকা-। কেননা বিএসএফের সহযোগীতা ছাড়া চোরা-চালান সম্ভব নয়। বিএসএফ চোরা-চালানের সাথে জড়িত। বর্তমান ভারতের গোলাম সরকার সীমান্তে নিরীহ বাংলাদেশীদের হত্যার প্রতিবাদের সক্ষমতাটুকুও হারিয়েছে। ভারত আর্ন্তজাতিক সকল রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সীমান্তে পাখির মতো বাংলাদেশী নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। তাই অবিলম্বে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী ভারতের বিরুদ্ধে সীমান্ত হত্যার দায়ে আর্ন্তজাতিক আদালতে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সীমান্তে ৪ বাংলাদেশী নাগরিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় পার্টিও মহাসচিব আহসান হাবিব লিংকন, মুসলীম লীগের মহাসচিব এডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারন সম্পাদক কমরেড ডা. নুরুল ইসলাম, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, যুগ্ম-মহাসচিব হুমাউন কবীর, এনডিএম সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন