সংঘাতের সূচনা এবং নায়েম দুর্গ বিজয়
তার কন্ঠে ছিলো স্পর্ধিত আবৃত্তিসম্বলিত এ কবিতা,
‘খয়বর জানে মারহাব আমি
অস্ত্র সাজে সজ্জিত অনন্য আমি বীর রণকৌশলে
অভিজ্ঞতা কাজে লাগাই যুদ্ধের আগুন উঠলে জ্বলে।’
তা মোকাবেলায় আমার চাচা হযরত আমের (রা.) এগিয়ে গেলেন। তিনি আবৃত্তি করলেন,
‘খয়বর জানে আমার নাম আমের
অস্ত্র সাজে সজ্জিত বীর সেনানী যুদ্ধের।’
মুখোমুখি হওয়ার পর একজন অন্যজনের ওপর আঘাত হানলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন