শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলা
ফারজানা আফরোজ
সহকারী শিক্ষক (বাংলা)
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ

এক কথায় প্রকাশ
১। লোকজনের বসতি রয়েছে এমন জায়গা-
জনপদ
২। ভালো ভাগ্য যার
সৌভাগ্য
৩। সমুদ্রের তীরে বালুময় স্থান
বেলাভূমি
৪। জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান
প্রান্তর
৫। একসাথে অনেক কিছুর সমাগম
বিচিত্র
৬। কোন কিছুতে বিমোহিত হওয়া
মুগ্ধ
৭। নদী ও সাগরের ঢেউ
ঊর্মিমালা
৮। সোনালি রঙের বুনোলতা
স্বর্ণলতা
৯। ধ্বনির পুনরায় ফিরে আসা
প্রতিধ্বনি
১০। দেশের জন্য প্রাণদানকারী
শহীদ
১১। লোপ পেয়েছে এমন
অবলুপ্ত
১২। কোন কিছুতে পটু যে
দক্ষ
১৩। যার মূল্য নির্ধারণ করা যায় না
অমূল্য
১৪। যা প্রয়োগ করা যায়
প্রযোজ্য
১৫। শাস্তি পাওয়ার যোগ্য
দ-নীয়
১৬। যা নিষেধ করা হয়েছে
নিষিদ্ধ
১৭। যার কোন প্রয়োজন নেই
অপ্রয়োজনীয়
১৮। যা আমাদের ক্ষতি করে
ক্ষতিকর
১৯। কোন কিছু করার বা জানার তীব্র ইচ্ছা
সংকল্প
২০। একদেশ থেকে আর এক দেশ
দেশান্তর
২১। কোন কিছুকে আদরে গ্রহণ করা
বরণ
২২। যারা গভীর পানিতে ডুব দিয়ে জিনিস উদ্ধার করে
ডুবুরি
২৩। মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা যা-
মরণযন্ত্রণা
২৪। সাহসিকতার সাথে কাজ করে যে
বীর
২৫। প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সাথে মিশেছে
দিগন্ত
২৬। নিজেকে অনেক বড় মনে করে যে
অহংকারী
২৭। বিন্দুর মতো ছোট
বিন্দুসদৃশ
২৮। প্রতি মুহূর্তে অপেক্ষা করা
উদগ্রীব
২৯। এক সাথে শব্দ করা বা কথা বলা
সমস্বর
৩০। আস্তে আস্তে কথা বলা
ফিসফিস
৩১। বালুর তলায় লুকিয়ে থাকা গর্ত
চোরাবালি
৩২। সহজে জয় করা যায় এমন
অবলীলায়
৩৩। পাখির ডাকাডাকির আওয়াজ
কিচির-মিচির
৩৪। রাস্তায় রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে
ফেরিওয়ালা
৩৫। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
দিনভর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ফিদাহ ১৭ ডিসেম্বর, ২০১৮, ৬:৩০ পিএম says : 0
good
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন