বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঘুরে দাঁড়িয়েছে চীনের পরিষেবা খাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চীনের পরিষেবা খাতে গত অক্টোবরের প্রবৃদ্ধি বেশ স্থিতিশীল ছিল। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু জুয়েটিং বলেন, চীনের পরিষেবা খাতের লেনদেন গত অক্টোবরে পৌঁছেছে ৬ হাজার ৪৯৬ কোটি ডলারে। গত বছরের সঙ্গে তুলনা করলে তা ২৪ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের একই সময়ের সঙ্গে তুলনা করলে এ লেনদেনের পরিমাণ কমেছে ৫ দশমিক ৪ শতাংশ। কিন্তু রফতানি বেড়েছে ২৬ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের ভ্রমণ পরিষেবা খাতের আয় কমেছে ২৭ দশমিক ৭ শতাংশ। বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বৈশ্বিক সরবরাহ চেইন নিয়ে শঙ্কা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে সু বলেন, বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোর সামনে সৃষ্ট সমস্যার দিকে লক্ষ রেখে আমরা সে অনুযায়ী ও বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে ব্যবস্থা নেব। গত বছর মহামারী শুরুর পর থেকেই চীন শূন্য কভিড-১৯ কৌশল অবলম্বন শুরু করে। দেশটির প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনইউ বলেছিলেন যে, কভিড সংক্রমণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো শূন্য কভিড নীতিমালা প্রয়োগ করা। এখন পর্যন্ত দেশটিতে সাড়ে নয় লাখ মানুষ কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ৪ কোটি ৭৮ লাখ মানুষের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা গেছে। সিজিটিএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন