নীলফামারীতে জঙ্গি সন্দেহে পাঁচ জনকে আটক করেছে র্যাব। র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বসির আহমেদ জানান, গতকাল শনিবার জেলা সদরের সোনারায় ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক পাঁচ জন হলেন- অহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, নুর আমিন ও ওয়াহেদ আলী। তাদের বাড়ি মাঝাপাড়া গ্রামের কুঠিহারা এলাকায়।
গতকাল শনিবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের একটি বাড়ি র্যাব-১৩ সদস্যরা ঘিরে রাখেন। সেখান থেকে ওই পাঁচ জনকে আটক করা হয়।
আটক সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন