মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা ভাইরাসে শনাক্ত কমলেও মৃত্যু বেড়ে ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ৮:৩৫ পিএম | আপডেট : ৮:৩৭ পিএম, ৪ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে বেড়েছে মৃত্যু। এদিন মৃত্যু হয়েছে ছয়জনের। তবে নতুন করে করোনা রোগী শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন শুক্রবার (৩ ডিসেম্বর) ২৪৩ জনের শনাক্ত হয়েছিল করোনা। আর মারা গিয়েছিলেন তিনজন।

আজ শনিবার (৪ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এদিকে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

একই সময়ে সারাদেশে ১৬ হাজার ৪২৮ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি।গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন