শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকায় ব্যান্ডটি ছেড়েছি-শাফিন আহমেদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

গত ২৭ নভেম্বর দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস ছাড়ার ঘোষণা দেন ব্যান্ডটির ভোকালিস্ট শাফিন আহমেদ। একই সঙ্গে ব্যান্ডটির কার্যক্রম স্থগিতের জন্যও আহ্বান জানান তিনি। কেন তিনি ব্যান্ডটি ছেড়েছেন এর ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমকে বলেছেন, বেশ কিছু অনিয়ম এবং পার¯পরিক শ্রদ্ধাবোধ না থাকায় ব্যান্ডটি ছেড়েছি। আমাদের নিজেদের মধ্যে যদি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে একসাথে চলা সম্ভব নয়। কমপ্রোমাইজ করে গান করা সম্ভব নয়। মিউজিক আর্টিস্টিক একটা কাজ। এখানে মানসিক শান্তির প্রয়োজন আছে। কমপ্রোমাইজ করার সুযোগ নেই। এতদিন পর এসে কম্প্রোমাইজ করার মনোভাব এখন আমার নেই। শাফিন বলেন, কম্প্রোমাইজের প্রশ্ন এর আগেও এসেছে। যে সমস্যাগুলো তুলে ধরেছি, সেগুলো চলমান সমস্যা। বারবার এগুলো সমাধান করার চেষ্টা করেছি। সমাধান না হওয়ার কারণে নিজেকে সরিয়ে নিয়েছি। তিনি বলেন, মাইলসের সঙ্গে আমার পথচলা সেই ১৯৭৯ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি, শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে সেটার পেছনে আমার কতটুকু অবদান, সেটা আপনাদের অনেকেই জানেন। তিনি বলেন, মাইলস ছাড়লেও গান ছাড়ছি না। স্টেজে কিংবা রেকর্ডিংয়ে আগের মতোই পাওয়া যাবে। সঙ্গীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন