শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পুরুষ ও নারী এককে সেরা ভারত-ইন্দোনেশিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ৮:২৭ পিএম | আপডেট : ৮:২৮ পিএম, ৫ ডিসেম্বর, ২০২১

বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামন্টের পুরুষ এককে ভারতের অভিষেক সাইনি ও নারী এককে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানি সেরার খেতাব জিতেছেন। রোববার পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে ভারতের অভিষেক সাইনি ২১-১৫, ২১-১৮ পয়েন্টে স্বদেশী রিথভিক সঞ্জিবিকে সতিশকুমারকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পুরুষ দ্বৈতে শ্রীলঙ্কার শচিন দিয়াস ও বুওয়ানেকা গুনাতিলকা জুটি ২১-১৫, ২১-১৩ পয়েন্টে ভারতের বক্কা নভনিথ ও শ্রীকৃষ্ণ সাই কুমার পোডলি জুটিকে হারিয়ে শিরোপা জেতে।

নারী এককে অল ইন্দোনেশিয়া ফাইনালে পুত্রি কুসুমা ওয়ারদানি ২১-১২, ২১-৮ পয়েন্টে স্বদেশী তাসিয়া ফারহানাইলাহকে হারিয়ে শিরোপা জয় করেন। নারী দ্বৈতে ভারতের মেহরিন রিজা ও অর্থি সারাহ সুনিল জুটি ২২-২০, ২১-১২ পয়েন্টে মালয়েশিয়ার কস্তুরি রাধাকৃষ্ণান ও ভেনোসা রাধাকৃষ্ণান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া মিশ্র দ্বৈতের ফাইনালে শ্রীলঙ্কার শচিন দিয়াস ও কাভিদি সিরিমানাগে জুটি ২১-১৫,২১-১৮ পয়েন্টে ভারতের প্রতিক রানাদে ও অক্ষয়া ওয়ারাং জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কাল সমাপণী দিনের খেলা শেষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চায়না-বাংলা সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন