বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভ্রমণের আগে পরীক্ষা যুক্তরাজ্যে নেগেটিভ রিপোর্ট যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্য। ভ্রমণকারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের গতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ জারি হবে। ১২ বছর বা এর বেশি প্রত্যেক ভ্রমণকারীকে অবশ্যই দেশ ছেড়ে যুক্তরাজ্যে ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। বর্তমানে যুক্তরাজ্যে প্রবেশ করা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ওমিক্রন শনাক্ত হওয়ার পরই সরকার নতুন বিধিনিষেধ জারি করার পরিকল্পনা নিয়েছে। পরবর্তীতে স্বাস্থ্য এবং সামাজিক কল্যান দপ্তর জানিয়েছে, গত কয়েকদিনে নাইজেরিয়া সফর করা ২১ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ছে। দক্ষিণ আফ্রিকার পর সবচেয়ে বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে নাইজেরিয়ায়। তিনি লোকজনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যে নতুন করে আরও ২৬ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি কেসই ইংল্যান্ডে। ওমিক্রনে আক্রান্ত বাকি একজন স্কটল্যান্ডে। অপরদিকে, ভ্রমণকারীদের করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র। ভারতসহ যেসব দেশ থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন তাদের সবাইকে অবশ্যই করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে অথবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হবে। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে। ওমিক্রনের প্রভাবে অনেক দেশেই নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে বিভিন্ন দেশ আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা বা ভ্রমনে কড়াকড়ি জারি করছে। যুক্তরাষ্ট্রে নতুন বিধিনিষেধ কার্যকর হবে বলে জানিয়েছে সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর থেকে সব ভ্রমণকারীকে ভ্রমণের একদিন আগের করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এছাড়া ভ্রমণের অন্তত ৯০ দিন আগে করোনা থেকে সুস্থ হওয়ার সার্টিফিকেট দেখাতে হবে। কর্মকর্তারা জানিয়েছেন, ভ্রমণকারীরা ভ্রমণের আগে যেসব তথ্য দেবেন সেগুলোর সত্যতা থাকতে হবে। শনিবার নিউইয়র্কে আরও তিনজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। ফলে ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মোট ৮ জন করোনার নতুন এই ধরনের আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সাতজনই নিউইয়র্ক সিটির। এদিকে শনিবার ম্যাসাচুসেটস এবং ওয়াশিংটনেও একজন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তার একদিন আগেই নিউ জার্সি, জর্জিয়া, পেনসিলভানিয়া এবং মেরিল্যান্ডে একজন করে করোনার নতুন এই ধরনের আক্রান্ত হয়েছেন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ আট হাজার ৬০৮ জন। করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ১১১ জন। বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন