বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ওমিক্রন মোকাবিলায় পূর্ব প্রস্তুতি জরুরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

করোনা সংক্রমণ রোধে স্বস্তির খবর দেখছিলাম আমরা কিছুদিন ধরে। মৃত্যু হার শূন্যতে নেমেছিল। এর মধ্যে বিশ্ব মিডিয়ায় উঠে আসছে করোনার ভয়ংকর এক নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। দক্ষিণ আফ্রিকাতে সদ্য আবিষ্কার হওয়া সার্স-কোভ-২ (করোনাভাইরাসের)-এর একটি ভ্যারিয়েন্ট বা প্রজাতি ওমিক্রন। করোনাভাইরাসের এই নতুন রূপটির সন্ধান পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এটিকে খুবই এগ্রেসিভ ভ্যারিয়েন্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যে কোনো মুহূর্তেই ওমিক্রন বাংলাদেশেও চলে আসতে পারে। সুতরাং স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতেই হবে। ওমিক্রন প্রতিরোধে প্রস্তুতি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেসব হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে, সেগুলোকে আবার প্রস্তুত রাখতে হবে। যে কোনো সময় যেন হাসপাতালগুলো পূর্ণমাত্রায় চালু করা যায়। এখানে ঢিলেমির সুযোগ নেই। করোনার প্রথম ওয়েব মোকাবেলার সময় আমাদের প্রস্তুতি নিতে দেরি হয়েছিল। এবার যেন তা না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। কাগজে-কলমে পুরো পরিকল্পনা এখনই করে রাখতে হবে। সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
ইমরান হোসাইন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন