শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৭:৪৭ পিএম

উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন।

এতে 'এ' ইউনিটে ২০ হাজার ৫৬৮ আবেদনকারীর মধ্যে থেকে গুচ্ছতে ৬৬.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ইত্তাসাম মাহমুদ আবির, ৬৪.৫০ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন মুজাহিদ মেহরাব এবং ৬৪.২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন সাবরিনা ইয়াসমিন মিতু। অন্যদিকে, 'বি' ইউনিটে ৯ হাজার ৩২২ আবেদনকারীর মধ্যে থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮৩.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মো. সগিব ইসলাম, ৮১.২৫ দ্বিতীয় হয়েছেন আলব্রিগিড বাড়ৈ এবং ৮১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মো. ইয়াসির আরাফাত।

এ ছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটের ফলাফলে গুচ্ছতে ৭৯.৫ নম্বর পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন ফারহানা খানম, ৭৮.৭৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন সাজিদ হাসান রেজা এবং ৭৭.২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মনিরুজ্জান দিমন।

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা মনোনীত বিষয়ে আগামী ৮ ডিসেম্বর থেকে ভর্তি হতে পারবেন বলে জানানো হয়। এ বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫ হাজার ৭৯২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন