শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নেপালে আইকনিক অ্যাওয়ার্ড পেলেন শিল্পপতি হারুন-উর-রশীদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নেপাল ইন্টারন্যাশনাল আইকনিক অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ¦ মো. হারুন-উর-রশীদ সিআইপ। ব্যবসা ও সমাজকর্মে অনন্য অবদান রাখায় নেপালের বেসরকারি বড় উদ্যোক্তা হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমুন্ডুতে এ সম্মাননা দেয়া হয়। নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। ৪০ বছরেরও বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সাথে আলহাজ¦ মো. হারুন-উর-রশীদ টেক্সটাইল খাতে ব্যবসা করে আসছেন। একইসাথে তিনি সমাজকল্যাণে অসাধারন অবদান রাখছেন। রপ্তানি ক্ষেত্রে অনন্য অবদান রাখায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ১৬ বার রাষ্ট্রীয় পুরস্কার এবং সফল ব্যবসায়ী হিসেবে তিনি ১৭ বার সিআইপি নির্বাচিত হন। তিনি এফবিসিসিআই-এর ৬ বার পরিচালক নির্বাচিত হন। এছাড়াও তিনি দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ব্যাবসায়িক সংগঠনের সাথে জড়িত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন