বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৪৫ মিলিমিটার বৃষ্টি কেড়ে নিল খুলনায় আমন চাষীদের মুখের হাসি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৯:২২ পিএম

মাঠে চলছিল পাকা আমন ধান কাটার কাজ। বেশীরভাগ কাটা ধান ছিল জমিতেই। যুগ যুগ ধরে কৃষকরা এভাবেই ধান কাটে। পর্যায়ক্রমে কাটা ধান তারা ঘরে তোলে। এই সময়টুকু রৌদ্রে ধানগাছ সামান্য শুকিয়ে গেলে মাড়াই করার উপযোগী হয়ে ওঠে। গত দু’ দিনের টানা বৃষ্টি, আমন চাষীদের মুখের হাসি কেড়ে নিয়েছে। কাটার পর যে ধান জমিতে ছিল, তার সবই ভেসে গেছে। আর যেগুলো কাটার অপেক্ষায় ছিল, তা নুয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগে ধানগাছ পাকা ধান সমেত নুয়ে পড়লে, অনেক ধানই শীষ থেকে ঝরে পড়ে। এবারও তাই হয়েছে।

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামের কৃষক আফজাল হোসেন, সমীর সাধু ও নিরাপদ সাধু জানান, ২৫ বিঘা জমিতে আমন লাগিয়েছিলেন। ধান কাটার কাজ চলছিল। অর্ধেক ধান কাটার পরে তা জমিতেই রাখা ছিল। সব ভেসে গেছে। আমরা সর্বশান্ত হয়ে গেছি। একই রকম কথা জানালেন তেরখাদা উপজেলার নেবুদিয়া গ্রামের কৃষক শরাফত লস্কর জানান, জমিতে পাকা ধান নুয়ে পড়ে তার লোকসান হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এবার জেলায় ৯৩ হাজার ৩১৬ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২ হাজার ৭৩০ মেট্রিক টন। তবে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন, লক্ষ্যমাত্রার চেয়ে কম হতে পারে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক হাফিজুর রহমান জানান, বৃষ্টিতে আমন ধানের বেশ ক্ষতি হয়েছে। দু’ একদিনের মধ্যে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

আবহাওয়া অফিস জানায়, গত ৪৮ ঘন্টায় খুলনায় ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন