শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঘুষ নেয়ার সময় দুদকের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় গ্রেফতার হয়েছেন আইভিএন্ডইই (সিজিও-২)র বেসামরিক কর্মচারি মো. আলাউদ্দিন মিয়া। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হকের নেতৃত্বে একটি টিম রাজধানীর ধানমন্ডিস্থ স্টার কাবাব থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এজাহারের তথ্য মতে, আলাউদ্দিন আইভিএন্ডইই’র ঠিকাদারদের কাছ থেকে সরবরাহকৃত পণ্যের প্রতিবেদন দেয়ার জন্য ২ % হারে ঘুষ দাবি করেন। দাবিকৃত ঘুষের মোট অর্থ থেকে ৫০ হাজার টাকা বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে তিনি গ্রহণ করেন। এভাবে তিনি বিপুল বিত্ত-বৈভবের মালিক হন। দুদকের এনফোর্সমেন্ট টিম সেটির প্রমাণ সংগ্রহ করে। টিমের প্রতিবেদনের ভিত্তিতে কমিশন মামলার অনুমোদন দেয়। মামলার ভিত্তিতে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন