শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরসহ যৌক্তিক দাবি মেনে নিন : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৯:৫৩ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী এক বিবৃতিতে সারাদেশে শিক্ষার্থীদের জন্য শর্তহীনভাবে হাফ ভাড়া কার্যকরসহ তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণপরিবহন গুলোর ৭০ থেকে ৯৫ ভাগ গ্যাস চালিত হওয়া সত্বেও তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে প্রায় সব পরিবহন সম্পূর্ণ অযৌক্তিকভাবে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া আদায় করছে। ফলে ভাড়া নিয়ে শিক্ষার্থীসহ যাত্রীদের সাথে চালক- হেলপারদের ঝগড়া নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, যাত্রী উঠানোর ধান্ধায় প্রতিযোগিতা মূলক বেপরোয়া গাড়ী চালিয়ে পথচারীদের হত্যা করছে। অনিয়ম ওভারটেকিং এর কারণেই আশংকাজনক হারে সড়কে দুর্ঘটনা বেড়েই চলছে। বিভিন্ন গণ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত২০২০ সালেই ৬৬৮৬ জন লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আহত হয়েছে ৮৬০০ জন। আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, নিরাপদ সড়কের দাবীতে জনগণের কোনো আন্দোলনেরই তোয়াক্কা করছে না পরিবহন কর্তৃপক্ষ। জনজীবনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে ন্যায্য পরিবহন ভাড়া নির্ধারণ করে প্রত্যেক গণপরিবহনের দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা এবং যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নজরদারী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন