শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেকর্ড জয়ে কোহলির ফিফটির হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

মুম্বাই টেস্টে বিরাট কোহলির গল্পটা অনেকটা তো এ রকমই। কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেননি ভারতের নিয়মিত টেস্ট অধিনায়ক, মুম্বাইয়ে গতকাল শেষ হওয়া দ্বিতীয় টেস্ট দিয়েই ফিরেছেন। প্রথম টেস্টে জিততে জিততেও নিউজিল্যান্ডের শেষ মুহূর্তে দারুণ লড়াইয়ের কারণে জয়বঞ্চিত থেকে যাওয়া ভারতও এদিন মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই ৩৭২ রানের বিশাল জয় পেয়েছে। তাতে দুই টেস্টের সিরিজও ভারতের জেতা হয়ে গেল। হয়ে গেল কোহলির একটা রেকর্ডও। সময়ের সেরাদের মধ্যে তিন সংস্করণেই তার দাপটই সবচেয়ে বেশি বলে মানেন অনেকে। নতুন এই রেকর্ড কোহলির সেই দাপটকে আরও ভালোভাবে বোঝাবে। বোঝাবে কোহলির সময়ে তিন সংস্করণে ভারতীয় দলের দাপটের চিত্রও।
গতকালের জয়টি ছিল টেস্টে কোহলির ক্যারিয়ারের ৫০তম জয়। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ৫০টি করে জয় তো আগেই পেয়েছেন, আজকের জয়ে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই ৫০টি করে জয় হয়ে গেল কোহলির! এমন অর্জনের পর কোহলিকে অভিবাদন জানিয়ে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই টুইটে লেখে, ‘অভিনন্দন, বিরাট কোহলি, আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই ৫০ জয় পাওয়া প্রথম খেলোয়াড়।’
এই টেস্ট যে কোহলির ভারত জিততে চলেছে, সেটা আগের দিনই প্রায় নিশ্চিত হয়ে ছিল। নিউজিল্যান্ডকে চতুর্থ ইনিংসে ৫৪০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত, ম্যাচের তখন বাকি ছিল আরও দুই দিনের বেশি! চতুর্থ-পঞ্চম দিনে ভেঙে যাওয়া উইকেটে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলকে সামলাতে হতো নিউজিল্যান্ডকে। তার ওপর নিউজিল্যান্ডকে ভয় দেখাতে রেকর্ড তো ছিলই। টেস্ট ইতিহাসেই ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড এখনো নেই, ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডই ৩৪২ রানের। তা-ও সেই ১৯৭৭ সালে পার্থে এ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।
ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি তাড়া করে জয়ের রেকর্ড ২৭৬ রানের, ওয়েস্ট ইন্ডিজের সেই রান তাড়া করে জয়ের রেকর্ডেরও বয়স ৩৪ বছর! ভারতের বিপক্ষে বাদ দিন, ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে ভারতীয় দলেরই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ৩৮৭ রানের! আর তাতে ক্যারিয়ারের ৯৭তম টেস্টে এসে ৫০তম জয়ের দেখা পেলেন কোহলি। ওয়ানডেতে ২৫৪ ম্যাচে তিনি জয়ের স্বাদ পেয়েছেন ১৫৩টি ম্যাচে। টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচে জয় ৫৯টি।
প্রথম টেস্টে দারুণ লড়ে ড্র করা নিউজিল্যান্ডের পক্ষে ড্র করাও কঠিন ছিল। এবার আর নিউজিল্যান্ড লড়তেই পারল না। গতকালই ১৪০ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড, গতকাল চতুর্থ দিনের সকালেই সব হিসাব-নিকাশ চুকেবুকে দিল ভারত। তাতে ভারতের রেকর্ড, ইনিংস ব্যবধানে জয়ের হিসাবের বাইরে, অর্থাৎ দুই ইনিংস ব্যাটিং করতে হয়েছে, এমন টেস্টে রানের হিসাবে সবচেয়ে বড় জয় ভারতের। প্রতিপক্ষ দুই টেস্টে ব্যাটিং করেছে, এমন ম্যাচে নিউজিল্যান্ডেরও এটি সবচেয়ে বড় ব্যবধানের হার। এর মধ্যে রেকর্ড হলো কোহলিরও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন