বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান

খুলনায় রূপসা সেতু সংলগ্ন

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

খুলনার খানজাহান আলী সেতু (রূপসা সেতু) সংলগ্ন সড়কের উভয় পাশে সড়ক ও জনপথ অধিদফতরের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী খুলনা সওজ কর্তৃপক্ষ অভিযান শুরু করে।
সওজ এর খুলনা জোনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং স্টেট আইন কর্মকর্তা অনিন্দিতা রায় (উপসচিব) অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
খানজাহান আলী (রূপসা সেতু) সংলগ্ন এলাকাসহ ২২তম কি.মি. হতে ২৫তম কি.মি. পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক অধিগ্রহণকৃত ভ‚মিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে বলে জানান সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ। অধিগ্রহণকৃত জায়গায় সহস্রাধিক অবৈধ স্থাপনা রয়েছে, যা এবার অপসারণ করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন