শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ধর্মান্তরিত হলেন শিয়া নেতা ওয়াসিম রিজভি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১১:০৭ পিএম

উত্তর প্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি আজ সোমবার সনাতন ধর্ম গ্রহণ করেছেন। আজ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবীর মন্দিরে আনুষ্ঠানিকভাবে তিনি ধর্মান্তরিত হন। তিনি দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছেন। মাসখানেক আগে তিনি ইসলাম ধর্মকে কটূক্তি করে 'মুহাম্মদ' নামে একটি বই লিখে বিতর্কের জন্ম দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত নরসিংহনন্দ সরস্বতী। এ সময় তিনি ধর্মান্তরিত ওয়াসিম রিজভির নতুন নাম দেন জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী।

কপালে চন্দনের তিলক দেওয়া নতুন নামে পরিচিত জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীকে পাশে বসিয়ে দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত নরসিংহনন্দ সরস্বতী সবাইকে উদ্দেশ করে বলেন, তাঁকে যেন কেউ তাঁর পুরনো নামে না ডাকে।

ত্যাগী বলেন, আমার নতুন নামে অভ্যস্ত হতে মানুষের একটু সময় লাগবে। কিন্তু একটা সময় সবাই আমাকে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী নামেই ডাকবে।
তিনি বলেন, আমি ইসলাম ত্যাগ করেছি এ কারণে নয় যে আমাকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়েছে। আমি এই ধর্মের ভেতর কিছু অসঙ্গতি লক্ষ করি এবং এই 'দুর্নীতি'গুলোর বিরুদ্ধে আমার মতামত ব্যক্ত করতে চাই। ইসলামের চিন্তাবিদরা স্বরূপচিন্তা না করে আমার ওপর হামলে পড়ে। আর এ কারণেই আমার সনাতন ধর্ম গ্রহণ।

তিনি আরো বলেন, আমি এখন থেকে হিন্দুত্ববাদকে শক্তিশালীকরণের পেছনে অবদান রাখার জোরদার চেষ্টা চালিয়ে যাব। সেই সঙ্গে নরসিংহনন্দ মহোদয়ের সঙ্গে ইসলামী জিহাদিদের ঠেকাতে কাজ করব।

উল্লেখ্য, কোরআন সন্ত্রাসবাদের উৎস, বাবরি মসজিদসহ ভারতের বেশ কয়েকটি মসজিদ হিন্দুদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বেশ আগেই বিতর্কিত হন ওয়াসিম রিজভী। এসব বিতর্কের কারণে তাঁর কুশপুতুলি দাহ করা হয় এবং উগ্রবাদীরা তাঁর মাথার জন্য পুরস্কারও ঘোষণা করে।

এরপর হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী তার উপযুক্ত শাস্তির দাবি করেন। ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াতের ওপর আপত্তি তুলে পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টে রিট করেছিলেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
মোহাম্মদ দলিলুর রহমান ৭ ডিসেম্বর, ২০২১, ১:৫৮ এএম says : 0
একটি কুকুরের দিকে লক্ষ করলে বুজতে পারবেন,যখন কুকুরটি উপায় অন্ত দেখে না,তখন সে পায়খানা খায়,এর পরে সে নিজে পায়খানা করেন,এবং সেই গুলি পাও দিয়ে কপালে লাগাইতে থাকেন,আর ঘেউ ঘেউ করতে থাকেন।
Total Reply(0)
Mostafa kamal ৭ ডিসেম্বর, ২০২১, ৬:২৫ এএম says : 0
ya Allah destroy him and muslims from him. Ameen.
Total Reply(0)
Elias ৭ ডিসেম্বর, ২০২১, ৬:২৭ এএম says : 0
এত চিন্তার কী আছে? সে আগে যা ছিল এখনো তাই আছে।
Total Reply(0)
Mostafa kamal ৭ ডিসেম্বর, ২০২১, ৬:৩৪ এএম says : 0
ya Allah destroy him and save muslims from him. Ameen.
Total Reply(0)
Shamsulalam ৭ ডিসেম্বর, ২০২১, ১০:২৯ এএম says : 0
সেই আগের মতই আছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন