শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিরূপ আবহাওয়াতেও কক্সবাজারে পর্যটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ৪:০১ পিএম

বিরূপ আবহাওয়াতেও আজ কক্সবাজার সৈকতে পর্যটকদের সমুদ্র স্নান করতে দেখা গেছে।
সাগরে সৃষ্ট ঘর্ণিঝড় জাওয়াদের রেশ এখনো কাটেনি। কয়েকদিন ধরে আকাশ গুমুট এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে।
সাগরে কোন সতর্ক সংকেত না থাকলেও সাগর একনো উত্তাল রয়েছে। এর মাঝেও কক্সবাজারে পর্যটক আগমন থামেনি।
আজ মঙ্গলবার বিকেলে কলাতলী ডলফিন মোড়ের সৈকতে এমন দৃশ্যই দেখা গেছে।
এদিকে কলাতলী হোটেল মোটেল জোনে খবর নিয়ে জানা গেছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আবহাওয়া বিরূপ হলে কক্সবাজারে পর্যটক আসা কিছুটা কমলেও তা কেটে গেছে এখন।
পর্যটন ব্যবসা সম্পৃক্ত কয়েকজন হোটেল মালিক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে। আবহাওয়া আগের মতই ফুরফুরে ভাব বিরাজ করবে। কিছু পর্যটক বিরূপ আবহাওয়ার কথা চিন্তা করে কক্সবাজারে সফর কর্মসূচি স্থগিত করলেও তারা এখন বুঝতে পারবেন ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে। তারা নির্ভয়ে
কক্সবাজার ভ্রমণে আসবেন বলে আশা করছেন হোটেল মালিকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন